Mar 26, 2007

আমার মনের হাউশ


আমার নাটাই কাটা ঘুড়ির পানে

চেয়ে থাকতে থাকতে জলে ভরে যায় ঈশ্বরের চোখ,

কত সুস্বাদু শৈশব ফেলে আজো নিয়ে বসে আছি

পুরোনো জঞ্জাল ।


দেবদূতেরা খাতা কলম ফেলে

সাবান পানির বুদবুদে ছিলিম ছিলিম নেশা করে

আর আমি বসে ঠায়, তোমার কিনারায়

প্রভূ জল কে চল।


তেড়িয়া কিসিমের বালকের চক্ষু

এড়িয়ে ঘোরাঘুরি করতে থাকা ঘাগু রুই

এর ঘিলুতে, সঁপে দিয়ে সভ্যতা

এসো জলকেলী তে মত্ত হই।


অপুর ছুঁড়ে দেওয়া পুঁতির মালাটা

অত্যার্শ্চায জীবনমুখীতায় ঝুলে রইল মাঝ পুকুরে

পানাদের দল সশব্দে বলি উঠে,

ও দূগ্গা বেলা যে হয়ে গেল চারটে খাবি নে।


আমি নোনা জলের মাঝে

কি এক অপরুপ মাছের খোঁজে,

চিৎকারে চিৎকারে খুঁজি নীরব

বন্দর।


১৯ শে জুলাই,২০০৬
ওয়েস্ট কলাম্বিয়া



1 comment:

litonhasan said...

অনলাইন কেনা কাটা বাজারে freshfishbd নিয়ে আসলো ১০০% ফরমালিন মুক্ত মাছ। আপনার চাহিদা মত এবং পছন্দ মত মাছ পেতে এখনি ভিজিট করুন freshfishbd.