Mar 6, 2007

বলা হয়নি এখনো



অনেক কিছুই বলবার ছিল, তবে এখন মনে একটাই কথা ভেসে বেড়াচ্ছে, সেটা হলো '' বেনসননের শূন্য প্যাকেট, আমার দিকে হা করে তাকিয়ে আছে'' বলছে '' পারলি না আর একটু রয়েসয়ে টানতে'' অনেককাল পর পেয়েছিলাম দেশি বেনসন।

পক্ষকাল আগে একবার টেনেছিলাম একটা গোল্ডলীফ। কোন এক জগৎশেঠ দেশ হতে এনেছিল এক প্যাকেট, সুযোগ পেয়েছিলাম একটা টানবার। অবশ্য আমি জগৎশেঠের চেয়ে কম যাই নে, আমি একাই টেনেছি বেনসন।

কখনোই সচেতন অনুরক্ততায় বলিনি ভালবাসি
তীব্র এক প্রশ্ন নিয়ে
করে গেছি অবিরত চুম্বন
বুক পকেট কিম্বা উরুসন্ধির তীব্র উষ্ণতা আর কজনা পায় বলো;
কিন্তু দেখো আজো বলিনি ভালোবাসি
রন্ধ্রে রন্ধ্রে তোমার গমন
হেথা সেথা যেথা কভূ ঈশ্বর করেননি পদার্পণ
তবুও আজো তোমায় বলিনি ভালোবাসি
প্রতিটি অনাগত বসন্ত কিংবা অনাঘ্রাতা নারীর কসম
প্রতিটি ঋতুতে অসামান্য আবেদন ছিলো তোমার
অথচ আজো বলা হলো না ভালবাসি
।।



২'রা মার্চ, ২০০৭

1 comment:

litonhasan said...

আপনি কি সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি তাজা বা টাটকা এবং ফ্রমালিন মুক্ত মাছ খোঁজ করছে? তাজা বা টাটকা এবং ফ্রমালিন মুক্ত মাছ খোঁজে পেতে পারেন এখানে freshfishbd.