তুমি কোন পথে যে এলে
তুমি কোন পথে যে এলে, এলে পথিক
আমি দেখি নাই তোমারে
তুমি কোন পথে যে এলে
হঠাৎ স্বপ্ন সম দেখা দিলে বনেরই কিনারে
তুমি কোন পথে যে এলে,
ফাগুনে যে বান ডেকেছে, মাটির পাথারে
তোমার সবুজ পালে লাগলো হাওয়া, এলে জোয়ারে
ভেসে এলে জোয়ারে
যৌবনের জোয়ারে
তুমি কোন পথে যে এলে, এলে পথিক
আমি দেখি নাই তোমারে
.
.
.
তোমার মালার গন্ধে তারই আভাস প্রাণে বিহারে
তুমি কোন পথে যে এলে, এলে পথিক
আমি দেখি নাই তোমারে ।।
শাহানা বাযপেয়ি’র গলায় রবি ঠাকুরের ভাষায় প্রার্থনা করছি অবিরত, অনবরত এবং অবচেতন চেতনায়।
কৃতজ্ঞতা জানাই শাহানা’কে।
1 comment:
খাদ্য মানুষের বেঁচে থাকার প্রধান উৎস। তাজা বা টাটকা খাবার আমাদের মন এবং দেহকে সুস্থ ও সতেজ রাখে। বর্তমানে তাজা বা টাটকা সবজি বা মাছ খোঁজে পাওয়া খুব কষ্টের। আপনি কি সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি দরণের মাছ খোঁজ করছে? তাহলে ভিজিট করুন freshfishbd.
Post a Comment