নীল জলের পদ্মেরা, কালো ভ্রমরের স্বপ্নেরা
সাদা চশমা
কালো চশমা
...
রোদ চশমা
ছায়া চশমা
...
তুমি হাঁটছ
কথা বলছ
মেঘ করছে
জল নাচছে
...
আমি দেখছি
কথা বলছি
মেঘ ডাকছে
জল করছে
...
তুমি নাচছ
তুমি ডাকছ
চোখ বলছে
কিছু খুঁজছে
...
চোখ ডুকরে
বালি ঠুকরে
রোদ কামড়ে
ছায়া দুমড়ে
...
তুমি কাদাকাদা
আমি থিকথিক
কবিতার গায়ে
মোহ ধিকধিক।।
2 comments:
তোরা আয়রে ধেয়ে
দেখরে চেয়ে
খাদ্য মানুষের বেঁচে থাকার প্রধান উৎস। তাজা বা টাটকা খাবার আমাদের মন এবং দেহকে সুস্থ ও সতেজ রাখে। বর্তমানে তাজা বা টাটকা সবজি বা মাছ খোঁজে পাওয়া খুব কষ্টের। আপনি কি সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি দরণের মাছ খোঁজ করছে? তাহলে ভিজিট করুন freshfishbd.
Post a Comment