Apr 16, 2007

বোষ্টমী বলেছে মোরে, যেতে হবে সদানন্দ সাগরে




খরচের খাতায় যাওয়ার শখ

কদাচিৎই হয়,

দেনা কর্জের ফাঁপরে পড়ে

ইলিশ মাছ খাই না,

কিন্তু

তাই বলে যৌবন তো আর দাদনে

চাষ করিনা।।



সবটা শুনে ঘাটের মড়াও বল্লে

হরি হরি মরারে জাগিয়ে, আবার মারবি কেন গো।


এইখানেই কবি এবং কাঁথা-বালিশে তফাৎ

কাঁথা-বালিশ কাজে, আসে এবং সময়ে সময়ে ওম দে।

ওমের কথা আসলে উমদা কথাটাও চলে আসে,

এখনই উমদা সময় বল্লে, ‘জ্ঞানীজন’

খেটে-খুটে পাস মার্ক তুলে ফেলো

আখেরে আখরোট মিলবে।


আখরোট এর আশায় যৌবন জীবনানন্দে সঁপিয়া

তাই এখন একমনে বোষ্টমীর ধ্যান করিতেছি।।


২০০৭-০৪-১৬ ১০:২৪:১১

1 comment:

litonhasan said...

আমারা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের অন্যতম প্রধান খাবার। মাছ মানে নদী থেকে ধরে আনা তাজা মাছের লাফা লাফি। আজ কাল তাজা বা টাটকা মাছ পাওয়া যাই না। ফরমালিন যুক্ত মাছ চারদিকে ছড়াছড়ি। আপনি কি তাজা ফ্রমালিন মুক্ত মাছ খোঁজ করছেন? তাহলে ভিজিট করুন freshfishbd.