Jan 6, 2007

একটি প্লেটনিক চুমুর স্ক্রিপ্ট

একটু ডাইনে

হ্যাঁ

নাক বরাবর

নীচের ঠোঁটের ঠিক নীচেই থাকবে নীচের ঠোঁট

হ্যাঁ

ওভাবে নয়, ওটা অশ্লীল ছবির নায়িকারা করে

উপবৃত্তাকার অবস্থান থেকে ধীরে ধীরে

পার্শ্বচাপের কারণে গোলাকার হবে

এবার ঠিক আছে

উহু জিহ্ববা না

ওটা শয়তানের প্রতীক

লালসা তৈরি হয় ওতে,

এবার ঠিক আছে,

ধুত্তোরি ছাই

স্পিড ব্রেকার,

প্লেটনিক চুমু কে

টেকটোনিক সংঘর্ষে

রুপ দিলে।।

ইঊটোপিয়াইশশ কতো আহলাদ
যাও দূরে সরে বসো
এই আউটার সার্কুলার রোডে
মেজ খালা থাকে
দেখলে
ইনার সার্কুলারে কাকু থাকে
সেন্টারে কে থাকে ? ঐ রিকশাওয়ালা
এনেক্সে রীতা আপু
কলা ভবনে কোন এক খালু
আমার কপালে কোন অপ্সরা জুটেছে শুনি
ঐ রিকশাওয়ালাকে দেখলে
মেজ খালা রাগ করে না
প্রতিদিন কাঁধে ভ্যানিটি ব্যাগ নাও
‘ভ্যানিটি ব্যাগের সাথে কিছু চলছে না তো ,
বলে ওঠে না কেউ
আমি থাকলেই
যত নরক গুলজার।।