Feb 10, 2008

আসক্ত

নিরাসক্ত বোধ আবিষ্কারের জন্যই বোধকরি এখন
একটি আসক্তি দরকার।।
কাকাতুয়ার ঢেউ খেলানো ঝুঁটিতেও কারো কারো নেশা হয়,
যদিও কাকতাড়ুয়ার নেশা কদাপি শুনিনি;
নারী এবং পুরুষে সম্পুরক নেশা হয়
যদিও ক্ষত্রিয় নারী-পুরুষ নিরাসক্ত বোধ করে, আসক্তিতে।।

ক্রমাগত সাহচর্যে থাকবার অন্তর্গত প্রেরণা বুঝি আমাদের আসক্ত করে। ব্লগাসক্ত, মদাসক্ত, নৃসক্ত, নানাবিধ আসক্তির পর, নতুন আসক্তির সন্ধানে ব্যাকুল এই আজি এই আসক্তরা।

২৬শে মে, ২০০৭

খুন

খুচরো খাচরা চাঁদের কণা গুলো বুকপকেটে গুঁজে, ঠায় দাঁড়িয়ে থাকি পাংশুটে মুখে । টিকিট নিয়ে জোৎস্না দেখতে যাওয়ার কাল এখন। ছুরির ফলার মতন উদ্যত হাসি মুখে নিয়ে বুক পকেটে থেকে গলে গলে পড়া জোৎস্না স্নানরতা, আমূল বসিয়ে দিল ধারালো হাসি এফোঁড় ওঁফোড় করে। এপিটাফের সিথানে বসিয়ে দিও, আমার বুকপকেট।

৩'রা মে, ২০০৭

Feb 2, 2008

অনেক দিন পর

অনেক দিন পর আবার লিখছি। কেন লিখিনি এতোদিন, কিভাবে লিখিনি শীতল সব প্রশ্নেরা জড়িয়ে ধরেছে আষ্টেপৃষ্ঠে।
সম্মুখ সমরে কণ্ঠনালীতে ছোরা'র সামনে দাঁড়ানো হতবুদ্ধি সৈনিকের দশা আমার। আগের লেখাগুলো পড়ে বুঝলাম,
তীব্র এবং সুতীব্র কোন আকর্ষন কিংবা ভরকেন্দ্র ছিন্নভিন্ন করে দেয় সেধরণের কোন কিছুই ঘটছেনা, কিংবা হয়তোবা
আমার সম্পূর্ণ চেতনাটাই আটকে পড়া বৃষ্টির পানির মত হাঁসফাঁস করছে, বৃদ্ধ কোন গলির মোড়ে। নীল জল দিগন্ত ছুঁয়ে
আসবার সময় হয়েছে আমার।

Jan 17, 2008

অবাক জলপান

মিষ্টি হেসে দুষ্টু খুকী

জল করেছে পান

ঠোঁটের কোণে চোখা হাসি

ফাও করেছে দান।

ফাও করেছে বেশ করেছে

তোমার তাতে কি

এই যে খোকা বিষম খেলো

বুঝতে পারো কী!

দেখে শুনে বল্লে খুকী

জল করবে পান ?

এরম ভাবেই শিখলো সবাই

অবাক জলপান।

Nov 12, 2007

খসড়া

আলাপের মেদুলতায় এবং শীথিলতায়, কিম্বা রিকশার দুলুনিতে
কিম্বা বাতাসে শীস কেটে বেরিয়ে যাওয়া চাহনিতে, চেপে বসা একটা কিছুকে বের করে দেবার তীব্র বাসনা এবং নিজেকে ছুঁড়ে দেওয়া প্রশ্নের বিরামহীন ঘর্ষনে ধূলেল হয়ে পড়ে মন। একটা নদী, একটা নৌকো, ঘাট, দূরে ইস্কুল, পাহাড়ের খাঁজ ধরে পাহাড়ীদের চলা, শুধু পায়ের বুড়ো আংগুল আর পায়ের পাতার সামনেরটুকু দিয়ে তরতর করে কিভাবে পাহাড় বাইতে হয়, কাঁধে বোঝা-বুকে ঝোলানো বাচ্চা নিয়ে, কিভাবে অযুত-নিযুত পাহাড় পাড়ি দিতে হয়, সেটা ওরাই জানে। আমি শুধু স্বপ্নই দেখতে পারি গলা ছেড়ে গান গাইবার, স্বপ্ন এবং জঞ্জালের বাইরে ফুটপাথে দাঁড়ানো শব্দ নিয়ে খেলা করবার।

১২ই নভেম্বর, ২০০৭
কলাম্বিয়া

Oct 27, 2007

মৃতঘোড়ার পিঠ চাবকানো বিষয়ে

মৃত ঘোড়ার পিঠ চাবকে লাভ নেই,
সওয়ারী বিহীন ঘোড়া এখন
দুলকি চালে সম্ভাব্য পরিণতি পেয়েছে।
সহজাত প্রবণতা, সহজাত প্রগলভা
চাবুকের নিষ্ঠুর আতিশয্যে
নির্বাণ লাভ করেছে।
এসো আমরা প্রার্থনা করি
যেন দুম করে আস্তাবল ছেড়ে বের হয়ে না যায়
আমাদের ঘোড়া;
কারণ এই ঘোড়াই আমাদের শরীর ও মনোজগতের শ্লোগান বহন করে
এই ঘোড়ার পিঠে চড়ে আমরা কাব্য করি গদ্য করি
এবং সপ্ত আসমান পাড়ি দেই।
এসো লাগাম টেনে ধরি আমাদের ঘোড়ার
কিছু ঘোড়ার লাগাম ছেড়ে দিলে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত করে
সেটাকে দুষ্টেরা বলে ঘোড়া দাবানো।

এসো আমাদের ঘোড়ার পিঠে সওয়ার হই
এবং তীব্র বেগে ছুটে চলি
আরাধ্য মন্দিরে।।

Oct 23, 2007

কবিতা ফিরে আসুক, বারবার


কবিতা লিখবার জন্য সময়ের অভাব কি হয় ?
নিরবিচ্ছিন্ন নিস্তব্দতার অভাব হয়,
টংকারহীন শব্দ, এবং প্রেমময় শব্দের মিলনোন্মাদনার অভাব হয়।

এটা ঠিক বোঝানোর কায়দা জানা নেই,
কিংবা জানাও নেই
কেন শব্দেরা পা টিপে টিপে ভোররাতে চলে যায়
এতটাই কি অপাংক্তেয় হয়ে গেছি
নির্জনতা বিহনে ।