Dec 22, 2006

সুনীল সমুদ্র কে

অনিন্দ্য সুন্দর একখানা, সম্ভাষণ ।।


চাইলে ও পারত হতে

প্রথম প্রেমের প্রথম পত্র

হতে পারত প্রথম বৃ ষ্টির ছাঁচ

হতে পারত আমার প্রেমিকার হাতে বাঁধা রুমঝুমি

হতে পারত সব কিছু ছাপিয়ে

তোমাকে পাওয়ার আনন্দ

হতে পারত গৌর র্বণ রোদে কচি খুকী

হতে পারত দিগন্ত অবধি আমার খেলার মাঠ

হতে পারত বোনের হাতে বিয়ের মেহেদী

শঙ্খ নদীর পাড়ে স্নানরতা কোমল কিশোরী

হতে পারত সেহরীর কালে মায়ের হাতের লোকমা

শীতের আমেজে তপ্ত ভাপা পিঠা


কিছু ছাপিয়ে আজ সুনীল সমুদ্রে অবগাহন


জয়তু কবি আপনাকে


** কবি সুনীল সমুদ্রকে উদ্দেশ্য করে

Dec 17, 2006

বিপন্ন মরালের কবি

আজিকার দিন
অনলস মধ্যাহ্ন রঙ্গীন
বিপন্ন মরালের কবি রে স্মরি,
ঢিলিয়ে কিলিয়ে পাকানো সময়
চিলেকোঠায় খুঁটে খুঁটে খায়
চড়ুইয়ের দল ।।

Dec 16, 2006

আঞ্চলিক গান

চট্টগ্রামের আঞ্চলিক গানের ঐতিহ্য অনেক পুরোনো।
অনেক গান ইতিমধ্যে হারিয়ে যেতে বসেছে। গানের ক্যাসেট
বাদে মানুষের জীবনে গান গুলো প্রায় হারিয়ে যেতে
বসেছে। আমার মায়ের মত দু একজন এখনো গুন গুন
করে আপন মনে গেয়ে যায়। বিয়ে, উৎসব , পালা-পার্বণে
চাঁটগাইয়া গানের অস্তিত্ত্ব আর নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
শাটল ট্রেনের ককপিটে ছেলে-মেয়েরা সম্ভবত এখনো
গায়।

সন্দীপনের [অরিজিনাল শেফালী ঘোষ] গাওয়া একটা গান
উঠিয়ে দিলাম,


যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি নতুন একখান মুখ পাইতাম
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।
এক দিন’র লাই ডাকি তারে
হাউশের পিরীত শিখাইতাম ।
আমি হাউশের পিরীত শিখাইতাম

নয়া মুখের নয়া কথা হুনিতে সুন্দর
মাঝে মাঝে পান চিবাইত
হাসির ও ভিতর ,
প্রেমের মালা দো’নো হাতে
তার গলাত পরাইতাম ।
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।

রসের কথা, রসের পিরীত
যদি ন জানে ,
দুইয়ান একখান কইতাম তারে
প্রেমের কারণে ।
নর-নারীর হাউশের পিরীত
কি মজা তারে বুঝাইতাম ,
আমি কি মজা তারে বুঝাইতাম।
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।

Dec 12, 2006

ডোডো


**
নেশাতুর হয়ো না কবি
পল্টন ময়দানে
জাত যাবে পাত যাবে
নেতার বয়ানে

**
পেল্লাই চেহারার ডোডো
দাঁড়িয়ে উত্তর গেটে
হাঁক দিয়েছে দাবী আদায়ের
২০২০ সনে ।।

**
শেরশাদ শেষবারের মত
জনগণের খেদমত
করিতে উদ্যত
(বিশেষণ প্রয়োগে একটু রয়েসয়ে.......)

১২' ই ডিসেম্বর, ২০০৬


Dec 11, 2006

স্বপ্ন

আমি ভেবেছিলাম সাত তাড়াতাড়ি ঘুমোলেই বুঝি

স্বপ্ন দেখা যায়,

তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম অনেক স্বপ্ন নিয়ে

বড় স্ক্রিনে রাতভর রঙিন স্বপ্ন দেখব

ঝকঝকে ছবি আর চোখ জুড়ানো রঙ

কিন্তু এই মন যে সাদা কালোয় বিভোর

তা'তো জানিনে

মে, ২০০৬

বর্ষা

কেন আমাকেই প্রথম ফোন করতে হবে ?

সেও তো জানে

গতকাল রাতেই এসেছিল বর্ষার প্রথম বাদল

----------------------------- ----------

পারভীন সেহজাদ

উর্দুথেকে ভাব ধারণকৃত

(নাম ভূল হইতে পারে, মাইরেন না)

বন্দর নোঙ্গর ফেলে রয়ে গেছে এই নির্বাসনে

একদা এসেছিল চাঁদ আমার শিয়রে

হেটেছিনু কদলি দলি

মৃগ মরমর সুবাসিত প্রান্তে

আলো ছায়া করেছিনু খেলা

চাঁদের প্রান্ত ছুঁয়ে

কুসুমিত জোছনা লয়ে

এক লোভনীয় র্নিবাসন নিয়েছিনু

মিথুন যুগল

সব মাটি দূরে ঠেলে

জোছনা জড়ায়ে গলে

ভেঙে যাই সবাক প্রান্তর

চাঁদের কপোলে রেখা

আঁকা বাঁকা সদা চোখা

নিরবধি বিঁধিছে এই অন্তর

খঞ্জর নিয়া বুকে

রক্তিম ফুল ফোটে

যেন মোর পরিচিতা বন্দর

আবার আসিবে ফিরে

সদা লাজ, সাজ চোখে

ঘনঘটা করিয়া

ফেলিবে সে নোঙ্গর

১৩ই নভেম্বর, ২০০৬

Dec 10, 2006

কপিলা_রুপা গাঙ্গুলী

তারার পানে চাইয়া দেখ,

তোমার লাগি জ্বলতে আছে,

তোমার কাজে, তোমার মাঝে

তোমার পানে চাইয়া আছে


আইলাম আমি তোমার পথে,

গীত বাঁধিলাম তোমার নথে,

ফোঁস ফোঁসাইয়া রইছে চাইয়া

তারার নাকের বাঁক


গীতের মাঝে বুলায় তারা,

ঘর হারা, তুই সাকিন হারা

ছুটবি আজি তারার পানে,

জ্বালাবি সব সঙ্গোপনে


অনল বরণ তারার মাঝে ,

ডুব দিয়াছে যৈবন সাঁঝে;

চাঁদের আলো ম্লান করিল ,

তোমার সোনার গা


সব তারারা লুকাইল মুখ,

চাঁদের বুকে বাড়িল দুঃখ

সব সীমানা পার করিল

অনল রাঙ্গা সুখ


পদ্মা নদীর মাঝির সেই অসাধারণ ডায়ালগ মনে করুন(কপিলার মুখে )

ডরাইলা মাঝি

ক্র্যাফট মার্টল







ফোঁটায় ফোঁটায় আকাশ ঝরে পড়ছে

থোকা থোকা ক্র্যাফট র্মাটলে


প্রতিনিয়ত নিজেকে সামনের দিকে ঠেলে দেওয়ার এক ছন্দোবদ্ধ স্প্রিং এ বাঁধা জীবনঅন্ধ না হয়েও, হাতড়াতে হয়আলো হাতড়ে চলা এই জীবনসব র্বণচ্ছটা প্রতিসরিত করে, শুধু একটা র্নিদিষ্ট ওয়েভলেংথের খোঁজে বেরিয়ে পড়া এই সীমাহীন সমুদ্রে যে আলো হবে প্রতিফলিত, করবে উদ্ভাসিত তোমার অন্তর লোক এবং বর্হিলোক


উজ্জ্বল থেকে উজ্জ্বল তর নক্ষত্ররা ও ম্লান হয়

কৃষ্ণ গহবরের সন্ধান পেলে,

তীব্র আক্রোশে ছুঁড়ে ফেলা, অবধারিত স্বপ্নের মত

বারবার নিজের র্কানিশ ছুঁয়ে যাই,

মত্ত হই নতুন প্রতিজ্ঞায়


সব কিছুর শেষ দেখবার এক সুতীব্র চিৎকার

উথাল পাথাল করে দেয়, ককপিট

পাখিদের সুরে দিন যাপন আর হয় না,

ডানায় ভর করে আর, দেখা হয়না পাখির চোখে জীবন

দেখা হয় না, বুড়ো সান্তিয়াগোর কফি কাপের কিনারা উপচে দূর সাগরে ভেসে যাওয়া সব মাছেদের

আঁশটে গন্ধেরা সব পড়ে থাকে আমার বালিশে


১৫ই জুলাই, ২০০৬

গাংচিলের পালকের ওম

মোর ঘুম ঘোরে এলে মনোহর

নমঃ নমঃ নমঃ নমঃ


জাগ্রত অবস্থায় এসেছিলো

হুট হাট করে গাংচিল এর পাখনায়,

মোহময়ী নদীর মত দুকূল আছড়ে

তখন ও জপে যাই ,

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

একি মোর অপরাধ


বললে এটা ব্যামো,

চোখের ব্যামো

মনের ব্যামো,

সকাল বিকেল হরিৎ পাতা চিবোও, কালা জিরা দিয়া

ব্রেইন ও খুলবে, চোখ ও আর টাটাবে না


হাত ধরে ডাক দিলে

চলো না ঘুরে আসি কফি হাউসে

আমি আবার একমনে ভাবি বুড়ো শালিকের ঘাড়ে রোঁ ,

যারে পাবি তারে ছোঁ


কিন্তু আমি কেন,

আমি কি তবে বুড়ো নাবিক

পথ দেখাতে এসেছে গাংচিল,

স্বচ্ছ স্রোত চিরে ছুটে যাবে সলজ্জ ঢেউ ভেঙ্গে

আমার স্বপ্ন তরী


প্রথম টিউশানির বেতন পেয়েছে

প্রথম আয়, প্রথ ম ব্যয়

মাঝখানে আমি হয়ে গেলাম নিদারুণ ভাবাপন্ন অব্যয়ি ভাব সমাস,

যে সমাস বিস্তৃত হয়না, সংকুচিতও হয় না

ঠায় দাঁড়িয়ে থাকে

অবিচল

স্থানু


গাংচিলের পালকের ওমে,

লুকিয়ে থাকা স্বপ্ন নিয়ে চলো যাই

স্বপ্নচূড়ায়


বুড়ো নাবিক নিয়েছিল হট-চিলি স্যুপ

নাকের মুখের পানিতে ভেসে গেল

আদিগন্ত বিস্তৃত জাহাজের ডেক


আর গাংচিল, বুড়ো নাবিকের

স্বপ্নভূমির সন্ধানে রিকশার হুড ফেলে রওয়ানা দিল


১৪ই জুলাই, ২০০৬

প্রস্বেদনহীন প্রক্রিয়া

ছন্দোবদ্ধ কাব্যের শানিত ভঙ্গিমায়

বুকের পালংকে তীব্র সুখের র্নিলিপ্ততায়

কবিতার জন্ম হয় না

কবিতার জন্য চাই আলোক সংবেদী জীবানুমুক্ত পরিবেশ

হাতের চেটোয় ক্লোরোফিল কলম নিয়ে

র্সূয স্নান করিয়ে নিতে হবে বারবার

অশ্লীলতা লিখতে না চাইলে, দুটুকরো ত্যানা জড়িয়ে নাও উর্ধব এবং নিম্নাংগে ;

স্নানরতা অবস্থায় লিখো না,

মধ্যযুগীয় কাব্যের জলছাপ পড়ে যাবে কবিতার গায়ে

তোমার দানবীয় সত্ত্বার মৃত্যু রোধে নিশ্চিত করো, অক্সিজেন এর সাপ্লাই

ঠিক এরকম একটা পরিবেশে

ভীষণ রকম রমনীমত্ত কবি বিপ্লবের ডাল-পালা ছেটে দিয়ে,

প্রস্বেদন নিষিদ্ধ রতিতে সফল বিপ্লবের সোয়াদ খোঁজেন

১০ই জুলাই, ২০০৬

টুকরো কাব্য

সব কিছু সরব হয়ে উঠে , নীরবতার ঘোমটা এখন ছুড়ে দাও, পেরিয়ে যাক বন্ধ্যা নগরীর দেয়ালকৃপাণ হাতে সজাগ, ঢুলু ঢুলু ঈশ্বর হাসেন অদৃষ্টের র্নিমম পরিহাস দেখেমেঘের সীমানায় গাঢ় নীল পাড়ের আকাশী শাড়িতে সদা হাস্য ঈশ্বরীর চাল চুলোহীন বৃষ্টিতে নির্কাক সর্মপণ

ই জুলাই, ২০০৬

চোখ মুদে পার করে দিই যযাতির যৌবন

Postcards And letters And pictures made to last forever


আসলেই কি অনন্তজীবন আছে ছবির, চিঠিরসবকিছুই ধূসর বর্ণহীন হয় একসময়পাতলা সেলোফোনের জড়িয়ে ধরা এ্যালবাম কতদিন রাখতে পারে ছবিকে , লিখা অক্ষরগুলোকে


The'll disappear without a trace But what they mean to me Can never be replaced


অপু আমার জীবন থেকে চলে গেছে সেই কবে,

কিন্তুআমি এখনও অপুর কান দিয়ে ট্রেনের শব্দ শুনি

কুবেরের চোখ দিয়ে ময়নার চরের অনিশ্চয়তা মাপি

চাইলে ও পারবে না তুমি ঠেকাতে র্সূযাস্ত

হয়তো পারো র্সূযোদয় কে উপেক্ষা করতে

চোখ মুদে ভাবতে পারে পৃথিবী গেছে থেমে

উঠবে না আর নতুন র্সূয,

নারিকেলের পাতায় খেলবে না আলো-ছায়ার খেলা

র্দূবা ঘাসের কানচাবি পরে এক্কা-দোক্কা খেলবে না, তোমার ছোটোবেলা

চড়ুইভাতির গন্ধে পাগল হবে না পাঠশালা

আমপারা পড়ার ছলে কাটিকুটি খেলা

ভাবতে পারো বইয়ের পাতা র্ভতি সিসিম ফাঁক

নামতা লিখার ছলে তুমি আঁকছো নদীর বাঁক

চাঁদের কাছে হয়তো তোমার চাওয়ার কিছু নেই

কাঠবেড়ালির লেজে তোমার স্বপ্ন বাঁধা নেই

ঘুড়ির সাথে ওড়ে না আর নাটাই বাঁধা মন

গোত্তা খেয়ে তেড়ে ফুঁড়ে ওঠে না যৌবন

চোখ মুদে তাই থাকতে পারো সারাটা দিন ক্ষণ

এমনিতরো কাটছে কত হাজারো জীবন


* ধূসর , হাসান তোদের ধন্যবাদ গানটার জন্য

=======================================

'ই জুলাই,২০০৬

রাত ১০:৩৭

কলাম্বিয়া

তরণী লইয়া তরুণীতে অবগাহন

ঢোল কলমি ঢোল কলমি

কোথায় তুমি যাও,

একটু খানি গ্রীবা ঘুরাইয়া

আমার দিকে চাও


পেখম তোমার নক্সি কাটা

বাটিক ভরা গা ,

আমার চোখের গহিন কোণে

বন মোরগের ছা


তোমার কানের দুলে ওঠে

হাঙ্গর নদী, গ্রেনেড বোম ;

আমার কানের ঘুলঘুলিতে

মগ্ন প্রেমের ছররা সম


বিনুনী নয় সাপের ফনা

বিষে ভরা দন্ত তার ,

লাল নীলের ফিতের মাঝে

বন্দি হায় যৌবন আমার


সিঁথির মাঝে, নৌকো নিয়ে

ডুব দিয়েছে কুবের মন ,

ইলিশ মাছের ভাঁজে ভাঁজে

র্সষে ঝাঁঝাল মাতাল মন


কাপোল মাঝে রক্ত জবা

তারই নীচে রাগের রেখা,

ভুরুর মাঝে কৃষ্ণ সাজে

বাজায় বাঁশী হৃদয় মাঝে


চোখ ভরা তার দুষ্টুমিতে

অশ্রুআসে ভীষম স্রোতে,

যায় ভেসে যায় ভিটে বাড়ি

চোখের পাতায় বসত গড়ি


নোলক ভরা শাপলা শালুক

ঘাই মারে এক মস্ত কামুক,

হাজা মজা পুকুর পাড়ে

হাজার বছর পদ্য ঝাড়ে


অধর পানে তড়িৎ টানে

সব ফেলে ছুট উষ্ণ মনে ,

অন্ত্য মিলের ছন্দ ভুলে

সাগর পানে নদী চলে


সব কবিতায় ছন্দ থাকে

কবি কবি গন্ধ থাকে,

দাড়ি চুলের বহর থাকে

না দেখা এক নারী থাকে


আমার ঢোলে ,কলমি থাকে

মাছে ভরা পুকুর থাকে ,

থোকা থোকা স্বপ্ন থাকে

বৈঠা বিহীন জীবন থাকে


সেই কবিতার মাঝি আমি

শব্দ ঠেলে নৌকো টানি ।।

=======================================

' ঠা জুলাই, ২০০৬

রাত ১:৩৪

কলাম্বিয়া

প্রেম এবং প্রার্থনার যুগলবন্দী

প্রেম এবং র্প্রাথনার মধ্যে কি কোন র্পাথক্য আছে ? হৃদয় থেকে তোলা, বাছাই করা শব্দ দিয়ে র্প্রাথনা এবং প্রেম দুটোই তৈরি হয় প্রেমে বিলীন হওয়া মানেই ঈশ্বরে বিলীন হওয়াকত ব্যবধান, কিন্তু কত নিঃস্তরঙ্গ সহবাস শব্দ দুটোর, প্রেম এবং ঈশ্বর


কেন আমায় চির বসন্ত দাও না, পিতা

আমার শুষ্ক পত্র পল্লব ভরিয়ে দাও,

সদ্য জন্মানো, তরতাজা শব্দে

নতুন পুরোনো, সদা কৌতুহলি

সদা চঞ্চল, সদা মুখরা সব শব্দে


পিতা একবার জবাব দাও

একটিবার নেমে এস এই হৃদয়ভূমিতে

চৌচির করে দাও এই হৃদয়,

বইতে থাকুক শব্দের নহর

আবার প্রান দাও বৃক্ষে


পিতা একটিবার পথ দেখাও

কলরবে মুখরিত হোক এ বৃক্ষ,

পত্র পল্লবে হিল্লোল উঠুক

আর একটিবার বলি

হে আমার অনুচ্চারিত সৌর্ন্দয,

আমার চির বৈষ্ণব স্বপ্ন নীল আঁখি,

আমার ভূবন ভোলানো মধুর সম্ভাষণ,

তোমা হতে শত শব্দর্বষ দূরে

তবুও আমি তোমাতেই নিমজ্জিত হতে চাই


পিতা আবার এস

তুলে নাও অসীমে

দিগন্তজোড়া ধানক্ষেতে,

আমায় বিলীন করে দাও

তোমার র্সবব্যপী নীলের একটুখানি

আমায় দাও , আমি নিমজ্জিত হই তোমাতে


০৯.১১.২০০২

ঢাকা

=======================================

২৪ শে' জুন, ২০০৬

রাত ১২:৪৪

কলাম্বিয়া

পরমাণু কাব্য

সেই স্বপ্নের নেই ঠিকানা

দূর অজানার পথ পাড়ি

[মহীনের ঘোড়াগুলি]


ক.

এই স্বপ্নের নেই র্শ ত

নেই সর্ম্পকের পীড়াপিড়ি


খ.

সব কবিতার নেই মানে

আছে কল্পনার ছড়াছড়ি


গ.

যৌবন মানে যুদ্ধ

খালি জলপাই রংয়ে শান্তি


ঘ.

আজো বৃষ্টি হলে তোমার স্মৃতি ধুয়ে মুছে তুলে রাখি,

ঢেউ ভাঙ্গা উত্তাল জাহাজের কেবিনে


ঙ.

মৃ দু বিপ্লবীদের কবিতা আসে না,

আসে টুকরো কবিতা

ছিন্ন ছন্দ আর প্রেমিকার গালমন্দ


চ.

সকালে উঠিয়া আমি মনে মনে বলি

সারাদিন আমি যেন, আমি হয়ে চলি


ছ.

এখন যৌবন যার

প্রেমিকার নাম বালুকা বেলায়

লিখবার তার শ্রেষ্ঠ সময়

[স্বরহীন]

======================================

১৯শে জুন, ২০০৬

দুপুর ২:৩৪

কলাম্বিয়া

আব্বার জন্য প্রার্থনা

আজ ১৮' জুন বাবা দিবস

আমি বাবা বলি না, আব্বা বলিআব্বা আপনাকে আবার স্মরন করি, বার বার স্মরিআপনার সুউচ্চ মানবিকতার পথ ধরে এখনো আমি হামাগুড়ি দিই আপনার পরিমিতিবোধ আমাকে আজো অনুপ্রানিত করে

---------------------------------------

আমরা তো হচ্ছি তীরন্দাজের হাতের সেই ধনুক ,

যেখানে তীর গুলো হচ্ছে আমাদের সন্তান

তীরগুলোকে অনন্তের পানে ছুড়বেন বলে

ধনুক বাঁকা করেন তিনি

ধনুকের এই র্গবের জীবন কে এসো টান টান করি

কারণ তিনি থিতু ধনুককে ততখানিই ভালবাসেন, যতখানি ভালবাসেন অস্থির তীরকে

* জিব্রানের 'দি প্রফেট - চিলড্রেন ' থেকে অনুপ্রানিত

======================================

১৮'ই জুন, ২০০৬

রাত ১:৫৪

কলাম্বিয়া

সবাই নিজ নিজ মাপের আকাশ দেখে

'সবাই নিজ নিজ মাপের আকাশ দেখে' আমার আকাশটা এক টুকরো নীল বাদে আর কিছু নয় প্রতিদিন আমি ঢিল ছুড়ি সকাল বিকেল সন্ধ্যা রুটিন করে ঢিল মারি কখন কাঁচের মত ঝনঝন করে ভেঙ্গে পড়বে আকাশ , গলগল করে পড়বে তরল গরলআর আমার ময়লা হয়ে যাওয়া সাদা রংয়ের মনটাকে, ধুয়ে দেবে পরম মমতায়

প্রতিদিন ঢিল মারি,

বাস্তববাদী ঢিল

পরা বাস্তববাদী ঢিল

সমাজবাদী ঢিল

জীবনমুখী ঢিল

বেশী সদয় হলে ঝরঝর করে পানি ঝরে, ভিজিয়ে দেয় আমার মনটাকে

আদ্র করে দেয় মনটাকে

বানিয়ে দেয় হাজা মজা পুকুর

আর পুকুরে র প্রাচীন রুই এর

শেওলার আস্তরে আমি আমার র্পূব পুরুষের

বয়েস গুনি

=======================================

১১'ই জুন ,২০০৬

রাত ১:১৫

কলাম্বিয়া