Feb 10, 2008

আসক্ত

নিরাসক্ত বোধ আবিষ্কারের জন্যই বোধকরি এখন
একটি আসক্তি দরকার।।
কাকাতুয়ার ঢেউ খেলানো ঝুঁটিতেও কারো কারো নেশা হয়,
যদিও কাকতাড়ুয়ার নেশা কদাপি শুনিনি;
নারী এবং পুরুষে সম্পুরক নেশা হয়
যদিও ক্ষত্রিয় নারী-পুরুষ নিরাসক্ত বোধ করে, আসক্তিতে।।

ক্রমাগত সাহচর্যে থাকবার অন্তর্গত প্রেরণা বুঝি আমাদের আসক্ত করে। ব্লগাসক্ত, মদাসক্ত, নৃসক্ত, নানাবিধ আসক্তির পর, নতুন আসক্তির সন্ধানে ব্যাকুল এই আজি এই আসক্তরা।

২৬শে মে, ২০০৭

খুন

খুচরো খাচরা চাঁদের কণা গুলো বুকপকেটে গুঁজে, ঠায় দাঁড়িয়ে থাকি পাংশুটে মুখে । টিকিট নিয়ে জোৎস্না দেখতে যাওয়ার কাল এখন। ছুরির ফলার মতন উদ্যত হাসি মুখে নিয়ে বুক পকেটে থেকে গলে গলে পড়া জোৎস্না স্নানরতা, আমূল বসিয়ে দিল ধারালো হাসি এফোঁড় ওঁফোড় করে। এপিটাফের সিথানে বসিয়ে দিও, আমার বুকপকেট।

৩'রা মে, ২০০৭

Feb 2, 2008

অনেক দিন পর

অনেক দিন পর আবার লিখছি। কেন লিখিনি এতোদিন, কিভাবে লিখিনি শীতল সব প্রশ্নেরা জড়িয়ে ধরেছে আষ্টেপৃষ্ঠে।
সম্মুখ সমরে কণ্ঠনালীতে ছোরা'র সামনে দাঁড়ানো হতবুদ্ধি সৈনিকের দশা আমার। আগের লেখাগুলো পড়ে বুঝলাম,
তীব্র এবং সুতীব্র কোন আকর্ষন কিংবা ভরকেন্দ্র ছিন্নভিন্ন করে দেয় সেধরণের কোন কিছুই ঘটছেনা, কিংবা হয়তোবা
আমার সম্পূর্ণ চেতনাটাই আটকে পড়া বৃষ্টির পানির মত হাঁসফাঁস করছে, বৃদ্ধ কোন গলির মোড়ে। নীল জল দিগন্ত ছুঁয়ে
আসবার সময় হয়েছে আমার।

Jan 17, 2008

অবাক জলপান

মিষ্টি হেসে দুষ্টু খুকী

জল করেছে পান

ঠোঁটের কোণে চোখা হাসি

ফাও করেছে দান।

ফাও করেছে বেশ করেছে

তোমার তাতে কি

এই যে খোকা বিষম খেলো

বুঝতে পারো কী!

দেখে শুনে বল্লে খুকী

জল করবে পান ?

এরম ভাবেই শিখলো সবাই

অবাক জলপান।