Feb 18, 2007

ফিউশন



একবার সাহস করে বেরিয়ে যাও,
একবার সাহস দেখাও, জুতোর বাইরে পা রাখবার
একবার শুধু কানাগলির বাইরে এসো
একবার সূর্যের মুখোমুখি দাঁড়াও।

প্রমিথিউস এবং আগুনের সেই চিরায়ত মিথে অসংখ্য সম্ভাবনা আছে। প্রমিথিউস আগুন আনেনি, সে শুধু মানুষের ভেতরকার আগুনের সম্ভাবনা চোখের সামনে তুলে ধরেছিল। দেবদূত’দের জিম্মায় নিজেদের আগুন রাখতে নেই।
আগুন জ্বালাবার জন্য, পোড়াবার জন্য এবং ছারখার করবার জন্য।

গতকাল প্রমিথিউসের সন্ধানে ডুব দিয়েছিলাম
সশান্ত সাগরে দীর্ঘকায় সাপদের সভার মাঝে
লকলকে জিভ দেখেছি ; জেনেছি
কৌটোর ভেতর থাকা আর নিরাপদ নয়
কৌটো সহ বিকিকিনি হচ্ছে, আজকাল
অ্যান্ড্রোমিডাও আজকাল নিরাপদ নয়, সেখানেও হাওয়ারা প্রবেশ করেছে
ফিউশন প্রক্রিয়ার সমাপ্তি হয়েছে নক্ষত্রমণ্ডলিতে
চলছে গোপন আগ্রাসনের প্রস্তুতি
ভাষা, সংস্কৃতি , ধর্ম সব প্রি-পারচেজ অর্ডার চলছে।
যেভাবে চাও পাবে এখন ঈশ্বর’কে
সাদা, কালো , বাদামী কিংবা সবুজ
ঈশ্বর এখন সর্বব্যাপী, সর্বগামী ; ঈশ্বর চাইলে এখন হ্রস্ব-ই দিয়েও লিখতে পারো
আজকাল কাস্টোমাইজড ঈশ্বর’দের দেদার চাহিদা।
গোল্ডেন, সিলভার, ব্রাস এমন কি ডায়মন্ড কোটেড ঈশ্বরও আজকাল মার্কেটে উঠছে
খালি জুতোর বাইরে একবার পা দাও, নৌকো ছেড়ে একবার জলের স্পর্শ নাও
দেখবে সাপদের বিষ সব নির্বিষ হয়ে গেছে, কবিদের প্রয়াণে
নখ-দন্ত হারানো বাঘ নির্নিমেষ চেয়ে থাকে চিড়িয়াখানার বুভুক্ষু দর্শকের দিকে
আমাদের আগুন এখন আর তপ্ত করে না, রুটি কিংবা বিছানা কোনোটাই
ক্ষিধেরা সব আবাস করেছে , বরফ যুগে
ক্ষুধা এখন নিজেকে গ্রাস করবার, গাংচিলের ডানার নীচের ওম গ্রাস করবার
ঊষ্ণ রক্তের লালিমা গ্রাস করবার।

১৮’ই ফেব্রুয়ারী, ২০০৭
১০:৪৪
ওয়েস্ট কলাম্বিয়া।

Feb 16, 2007

আমি ও হতে চাই একজন তত্ত্বাবধানকারী


খবরের পাতায় বাবা-মায়ের সাথে সেরা ছাত্রের চর্বিত-চর্বনটি
এখন বলে, 'তত্ত্বাবধায়কÿ হওয়াই আমার লক্ষ্য'
সবাই তত্ত্বাবধায়ক হতে চায়
আমিও গিয়েছিলাম প্রেমিকার বাড়ি
আমার গন্ত্যেব্যর শেষে, 'তত্ত্বাবধান ' ছিলো না বলে
রাস্তা মাপার রুলার ধরিয়ে বিদেয় করেছেন ঝেঁটিয়ে
আমি হতে চাই তত্ত্বাবধানকারীদের একজন
কলার উঁচা করে, আমিও হাঁটতে চাই
জাতীয় সংসদে

শুনেছি বড় বড় আনকোড়া বিল্ডিং বিশ্ববিদ্যালয়গুলো
সুলভে দিচ্ছে তত্ত্বাবধায়ক হবার রোডম্যাপ
সরকারী ভাবে ঘোষিত হচ্ছে তত্ত্বাবধায়ক নীতিমালা
আমি হতে চাই একজন তত্ত্বাবধানকারী
বিবিকে বলেছিলাম, ' তোমায় রক্ষা করবো প্রাণের বিনিময়ে '
প্রাণটি ভিক্ষা দিয়ে করূনা করেছে বিবি আমার
বলেছে, 'যদি পারো হতে তত্ত্বাবধানকারী আমার, তবেই এসো সোহাগ দেখাতে '
আমি হতে চাই তাদের একজন

শুনলাম ঈশ্বর নতুন পয়গাম পাঠিয়েছেন
অধিকর্তা হতে রোচে না তার আর
এসেছে আসমানী সংশোধনী
আমিও বলে উঠি
'
হে মহান তত্ত্বাবধানকারী, তুমিই সর্বশক্তিমান, তোমা হইতে বড় কোন তত্ত্বাবধানকারী নাই '

আমিও হতে চাই একজন মহান তত্ত্বাবধায়ক
আমিও হতে চাই তাদের একজন ।।

**
ঘুম আসছে, আর ভাল্লাগতাছেনা ।পরে একটা তত্ত্বাবধায়ক কাব্যের সাইজ দিমু এইটারে

Feb 4, 2007

আকাশের নীল


আজ আকাশের রং নীল ছিল
আমার মন ছিল বেগুনী
তিরতির করে কলজে কাঁপছিল
শোঁ শোঁ রে অলিন্দে হাওয়া বইছিল
ভুশ ভুশ করে উঁকি মারছিল শিমূল-বটের মূল
ঝরো ঝরো এই পাঁজরের খাঁচা ঠুকছিল বুলবুল
ধোঁয়া রুপ এই মৃত্যু মিছিল
ফিসফিস করে বায়
ফুসফুস আজি ক্লান্ত মোর অবিরাম ভালোবাসায়

এক দেশে ছিল এক, আকাশ এবং সাগরের নীলরং আসক্ত যুবক শুধুমাত্র আকাশের নীল দেখবার জন্যই যে বেঁচে থাকতে পারে সাগরের কল্লোল শুনবার জন্য যে সব শব্দের মৃত্যু কামনা করতে পারে আমি এখন তার কথা বলছি

আমি আমার কথা বলছি, যার পূর্ব পুরুষ আকাশ এবং মাটির সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন আমি ভীষণ আনন্দিত হই , ভীষণ কৃতজ্ঞবোধ করি বেঁচে আছি বলে, ভীষণ অভিভূত হই আমার দুটো চোখ আছে বলে, এই সবই অনুভব করি যখন আকাশের নীল দেখি



* ছবির স্বত্ত কার জানিনা, যারই হোক কৃতজ্ঞতা।