অবাক জলপান
জল করেছে পান
ঠোঁটের কোণে চোখা হাসি
ফাও করেছে দান।
ফাও করেছে বেশ করেছে
তোমার তাতে কি
এই যে খোকা বিষম খেলো
বুঝতে পারো কী!
দেখে শুনে বল্লে খুকী
জল করবে পান ?
এরম ভাবেই শিখলো সবাই
অবাক জলপান।
দুষ্টূ মিষ্টি কবিতা লিখি
জল করেছে পান
ঠোঁটের কোণে চোখা হাসি
ফাও করেছে দান।
ফাও করেছে বেশ করেছে
তোমার তাতে কি
এই যে খোকা বিষম খেলো
বুঝতে পারো কী!
দেখে শুনে বল্লে খুকী
জল করবে পান ?
এরম ভাবেই শিখলো সবাই
অবাক জলপান।
লিখেছেন
দাশু
সময়
2:47 PM
5
মন্তব্য
Labels: অ্যাবসার্ড