অবাক জলপান
জল করেছে পান
ঠোঁটের কোণে চোখা হাসি
ফাও করেছে দান।
ফাও করেছে বেশ করেছে
তোমার তাতে কি
এই যে খোকা বিষম খেলো
বুঝতে পারো কী!
দেখে শুনে বল্লে খুকী
জল করবে পান ?
এরম ভাবেই শিখলো সবাই
অবাক জলপান।
দুষ্টূ মিষ্টি কবিতা লিখি
জল করেছে পান
ঠোঁটের কোণে চোখা হাসি
ফাও করেছে দান।
ফাও করেছে বেশ করেছে
তোমার তাতে কি
এই যে খোকা বিষম খেলো
বুঝতে পারো কী!
দেখে শুনে বল্লে খুকী
জল করবে পান ?
এরম ভাবেই শিখলো সবাই
অবাক জলপান।
লিখেছেন
দাশু
সময়
2:47 PM
Labels: অ্যাবসার্ড
5 comments:
অনেক দিন পরে ভাইটু। আরো আসুক, আরো আরো আরো।
পিচ্ছি কবিতা ।
Bangladeshi tender
nice poem
আমাদের বেঁচে থাকার মাধ্যম হচ্ছে খাবার। বেজাল মুক্ত খাবার খোঁজা খুব কষ্টের। সবার কষ্ট কিছুটা কম করার জন্য freshfishbd নিয়ে আসলো ফ্রমালিন মুক্ত মাছ, তাজা সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি দরণের মাছ খোঁজ পেতে পারেন। তাহলে ভিজিট করুন freshfishbd.
obak kora shob news jante ai link a login korun,,,,
.
.
.
ভিক্ষা করে ঔষধ বিলানোই তার কাজ!
বয়স ৮০ ছুঁইছুঁই৷ চাকরি থেকে অবসর নিয়েছেন বহুদিন আগেই৷ কিন্তু, কাজ থেকে অবসর নেননি৷ বলা ভাল অপরের জন্য কিছু করার লোভ তিনি সামলাতে পারেননি৷ তাই, অবসরের বয়সে চার দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে নেমে পড়েছেন পথে৷ আগে ব্লাড ব্যাংকেরই কর্মী ছিলেন৷ আর ...... http://www.obakkando.com/
Post a Comment