Feb 10, 2008

খুন

খুচরো খাচরা চাঁদের কণা গুলো বুকপকেটে গুঁজে, ঠায় দাঁড়িয়ে থাকি পাংশুটে মুখে । টিকিট নিয়ে জোৎস্না দেখতে যাওয়ার কাল এখন। ছুরির ফলার মতন উদ্যত হাসি মুখে নিয়ে বুক পকেটে থেকে গলে গলে পড়া জোৎস্না স্নানরতা, আমূল বসিয়ে দিল ধারালো হাসি এফোঁড় ওঁফোড় করে। এপিটাফের সিথানে বসিয়ে দিও, আমার বুকপকেট।

৩'রা মে, ২০০৭

2 comments:

নিঘাত সুলতানা তিথি said...

এইটা আমার খুবই প্রিয় কবিতা। সামহোয়ারইনে আমার প্রিয় পোস্টের লিস্টে ছিলো। আবার পড়ে আবার ভালো লাগলো।

এই কবিতাগুলা সচলে দেন না ভাইটু, সবাই পড়ুক, প্লিজ!

limonhasan said...

আমারা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের অন্যতম প্রধান খাবার। মাছ মানে নদী থেকে ধরে আনা তাজা মাছের লাফা লাফি। আজ কাল তাজা বা টাটকা মাছ পাওয়া যাই না। ফরমালিন যুক্ত মাছ চারদিকে ছড়াছড়ি। আপনি কি তাজা ফ্রমালিন মুক্ত মাছ খোঁজ করছেন? তাহলে ভিজিট করুন freshfishbd.