Dec 10, 2006

ক্র্যাফট মার্টল







ফোঁটায় ফোঁটায় আকাশ ঝরে পড়ছে

থোকা থোকা ক্র্যাফট র্মাটলে


প্রতিনিয়ত নিজেকে সামনের দিকে ঠেলে দেওয়ার এক ছন্দোবদ্ধ স্প্রিং এ বাঁধা জীবনঅন্ধ না হয়েও, হাতড়াতে হয়আলো হাতড়ে চলা এই জীবনসব র্বণচ্ছটা প্রতিসরিত করে, শুধু একটা র্নিদিষ্ট ওয়েভলেংথের খোঁজে বেরিয়ে পড়া এই সীমাহীন সমুদ্রে যে আলো হবে প্রতিফলিত, করবে উদ্ভাসিত তোমার অন্তর লোক এবং বর্হিলোক


উজ্জ্বল থেকে উজ্জ্বল তর নক্ষত্ররা ও ম্লান হয়

কৃষ্ণ গহবরের সন্ধান পেলে,

তীব্র আক্রোশে ছুঁড়ে ফেলা, অবধারিত স্বপ্নের মত

বারবার নিজের র্কানিশ ছুঁয়ে যাই,

মত্ত হই নতুন প্রতিজ্ঞায়


সব কিছুর শেষ দেখবার এক সুতীব্র চিৎকার

উথাল পাথাল করে দেয়, ককপিট

পাখিদের সুরে দিন যাপন আর হয় না,

ডানায় ভর করে আর, দেখা হয়না পাখির চোখে জীবন

দেখা হয় না, বুড়ো সান্তিয়াগোর কফি কাপের কিনারা উপচে দূর সাগরে ভেসে যাওয়া সব মাছেদের

আঁশটে গন্ধেরা সব পড়ে থাকে আমার বালিশে


১৫ই জুলাই, ২০০৬

No comments: