নারী শ্রমিক : পোষাকী শিল্প
তীব্রভাবে ধাবমান খসে পড়া নক্ষত্রের উজ্জ্বলতা টুকু
পকেটে পুরে হাঁটতে থাকি,
খাল-বিল, নদী- নালা সব পেরিয়ে এক সময় মধুদার পোট্রেটের সামনে যুঝতে থাকি,
উন্নত নাসিকা আর চওড়া কপালের মধ্যে খুজতে থাকি বারুদের গন্ধ ।
পাশ ফিরে কাৎ হতেই দেখি, দর দর করে ঘাম ঝরছে
কারারুদ্ধ বানিজ্য অনুষদের চিবুক বেয়ে
জি. ডি. পি র হিসাব আর কত মেলানো যায়
নাই পাই নাই আনা, পেট তার বার খানা ।
নাক বরাবর উলটো গিয়ে, অপরাজেয় বাংলা হয়ে উঁকি মারতেই দেখি,
মাটির মানুষ আনোয়ারউল¬াহ্ বলছেন, এরা সব র্গামেন্টস এর মেয়ে।
ফজরের আযানের সুমধুর ধ্বনির সাথে জেগে উঠি
আওয়াজ আস্তে আস্তে জোরালো হয় স্লোগান, লাল-নীল ওড়নার ফুৎকারে ভেসে যায় কাঠামো।
৫ ই জুন, ২০০৬
No comments:
Post a Comment