Dec 11, 2006

স্বপ্ন

আমি ভেবেছিলাম সাত তাড়াতাড়ি ঘুমোলেই বুঝি

স্বপ্ন দেখা যায়,

তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম অনেক স্বপ্ন নিয়ে

বড় স্ক্রিনে রাতভর রঙিন স্বপ্ন দেখব

ঝকঝকে ছবি আর চোখ জুড়ানো রঙ

কিন্তু এই মন যে সাদা কালোয় বিভোর

তা'তো জানিনে

মে, ২০০৬

1 comment:

The eternal optimist said...

না হয় তোমার সকাল আমার রাত
রাতের বুক ফেড়ে হারিয়ে যায় নাগরিক রেল গাড়ি
জাগতিক সব দায়িত্ব মানার উৎপাত
ছাপিয়ে আলতো টোকা দেয় কোন স্বপ্নের বাড়ি!

সব কটা জানালা খোলা তার
দখিনা বাতাসে ওড়ে আটপৌরে শাড়ি
ঘেমে ওঠা বিছানার চাদর আর
গরম চায়ে , "উঠে পড়ো, তাড়াতাড়ি" !

ছোট ছোট কষ্ট ব্যথা গুলো
বেলুন বেধে উড়িয়ে দেওয়া সুদূর নীলে
টুকরো টুকরো খুশির রঙিন তুলো
পড়ছে ঝরে তোমার আমার নয়ন ঝিলে !

১৫ই ডিসেম্বর ২০০৬