বন্দর নোঙ্গর ফেলে রয়ে গেছে এই নির্বাসনে
একদা এসেছিল চাঁদ আমার শিয়রে
হেটেছিনু কদলি দলি
মৃগ মরমর সুবাসিত প্রান্তে
আলো ছায়া করেছিনু খেলা
চাঁদের প্রান্ত ছুঁয়ে
কুসুমিত জোছনা লয়ে
এক লোভনীয় র্নিবাসন নিয়েছিনু
মিথুন যুগল
সব মাটি দূরে ঠেলে
জোছনা জড়ায়ে গলে
ভেঙে যাই সবাক প্রান্তর
চাঁদের কপোলে রেখা
আঁকা বাঁকা সদা চোখা
নিরবধি বিঁধিছে এই অন্তর
খঞ্জর নিয়া বুকে
রক্তিম ফুল ফোটে
যেন মোর পরিচিতা বন্দর
আবার আসিবে ফিরে
সদা লাজ, সাজ চোখে
ঘনঘটা করিয়া
ফেলিবে সে নোঙ্গর।
১৩’ই নভেম্বর, ২০০৬
No comments:
Post a Comment