টুকরো কাব্য
সব কিছু সরব হয়ে উঠে , নীরবতার ঘোমটা এখন ছুড়ে দাও, পেরিয়ে যাক বন্ধ্যা নগরীর দেয়াল। কৃপাণ হাতে সজাগ, ঢুলু ঢুলু ঈশ্বর হাসেন অদৃষ্টের র্নিমম পরিহাস দেখে। মেঘের সীমানায় গাঢ় নীল পাড়ের আকাশী শাড়িতে সদা হাস্য ঈশ্বরীর চাল চুলোহীন বৃষ্টিতে নির্কাক সর্মপণ।
৮’ই জুলাই, ২০০৬
No comments:
Post a Comment