Dec 10, 2006

সবাই নিজ নিজ মাপের আকাশ দেখে

'সবাই নিজ নিজ মাপের আকাশ দেখে' আমার আকাশটা এক টুকরো নীল বাদে আর কিছু নয় প্রতিদিন আমি ঢিল ছুড়ি সকাল বিকেল সন্ধ্যা রুটিন করে ঢিল মারি কখন কাঁচের মত ঝনঝন করে ভেঙ্গে পড়বে আকাশ , গলগল করে পড়বে তরল গরলআর আমার ময়লা হয়ে যাওয়া সাদা রংয়ের মনটাকে, ধুয়ে দেবে পরম মমতায়

প্রতিদিন ঢিল মারি,

বাস্তববাদী ঢিল

পরা বাস্তববাদী ঢিল

সমাজবাদী ঢিল

জীবনমুখী ঢিল

বেশী সদয় হলে ঝরঝর করে পানি ঝরে, ভিজিয়ে দেয় আমার মনটাকে

আদ্র করে দেয় মনটাকে

বানিয়ে দেয় হাজা মজা পুকুর

আর পুকুরে র প্রাচীন রুই এর

শেওলার আস্তরে আমি আমার র্পূব পুরুষের

বয়েস গুনি

=======================================

১১'ই জুন ,২০০৬

রাত ১:১৫

কলাম্বিয়া

No comments: