Dec 10, 2006

চোখ মুদে পার করে দিই যযাতির যৌবন

Postcards And letters And pictures made to last forever


আসলেই কি অনন্তজীবন আছে ছবির, চিঠিরসবকিছুই ধূসর বর্ণহীন হয় একসময়পাতলা সেলোফোনের জড়িয়ে ধরা এ্যালবাম কতদিন রাখতে পারে ছবিকে , লিখা অক্ষরগুলোকে


The'll disappear without a trace But what they mean to me Can never be replaced


অপু আমার জীবন থেকে চলে গেছে সেই কবে,

কিন্তুআমি এখনও অপুর কান দিয়ে ট্রেনের শব্দ শুনি

কুবেরের চোখ দিয়ে ময়নার চরের অনিশ্চয়তা মাপি

চাইলে ও পারবে না তুমি ঠেকাতে র্সূযাস্ত

হয়তো পারো র্সূযোদয় কে উপেক্ষা করতে

চোখ মুদে ভাবতে পারে পৃথিবী গেছে থেমে

উঠবে না আর নতুন র্সূয,

নারিকেলের পাতায় খেলবে না আলো-ছায়ার খেলা

র্দূবা ঘাসের কানচাবি পরে এক্কা-দোক্কা খেলবে না, তোমার ছোটোবেলা

চড়ুইভাতির গন্ধে পাগল হবে না পাঠশালা

আমপারা পড়ার ছলে কাটিকুটি খেলা

ভাবতে পারো বইয়ের পাতা র্ভতি সিসিম ফাঁক

নামতা লিখার ছলে তুমি আঁকছো নদীর বাঁক

চাঁদের কাছে হয়তো তোমার চাওয়ার কিছু নেই

কাঠবেড়ালির লেজে তোমার স্বপ্ন বাঁধা নেই

ঘুড়ির সাথে ওড়ে না আর নাটাই বাঁধা মন

গোত্তা খেয়ে তেড়ে ফুঁড়ে ওঠে না যৌবন

চোখ মুদে তাই থাকতে পারো সারাটা দিন ক্ষণ

এমনিতরো কাটছে কত হাজারো জীবন


* ধূসর , হাসান তোদের ধন্যবাদ গানটার জন্য

=======================================

'ই জুলাই,২০০৬

রাত ১০:৩৭

কলাম্বিয়া

No comments: