অনেক দিন পর
অনেক দিন পর আবার লিখছি। কেন লিখিনি এতোদিন, কিভাবে লিখিনি শীতল সব প্রশ্নেরা জড়িয়ে ধরেছে আষ্টেপৃষ্ঠে।
সম্মুখ সমরে কণ্ঠনালীতে ছোরা'র সামনে দাঁড়ানো হতবুদ্ধি সৈনিকের দশা আমার। আগের লেখাগুলো পড়ে বুঝলাম,
তীব্র এবং সুতীব্র কোন আকর্ষন কিংবা ভরকেন্দ্র ছিন্নভিন্ন করে দেয় সেধরণের কোন কিছুই ঘটছেনা, কিংবা হয়তোবা
আমার সম্পূর্ণ চেতনাটাই আটকে পড়া বৃষ্টির পানির মত হাঁসফাঁস করছে, বৃদ্ধ কোন গলির মোড়ে। নীল জল দিগন্ত ছুঁয়ে
আসবার সময় হয়েছে আমার।
