Oct 23, 2007

কবিতা ফিরে আসুক, বারবার


কবিতা লিখবার জন্য সময়ের অভাব কি হয় ?
নিরবিচ্ছিন্ন নিস্তব্দতার অভাব হয়,
টংকারহীন শব্দ, এবং প্রেমময় শব্দের মিলনোন্মাদনার অভাব হয়।

এটা ঠিক বোঝানোর কায়দা জানা নেই,
কিংবা জানাও নেই
কেন শব্দেরা পা টিপে টিপে ভোররাতে চলে যায়
এতটাই কি অপাংক্তেয় হয়ে গেছি
নির্জনতা বিহনে ।


4 comments:

নিঘাত সুলতানা তিথি said...

কবিতা না লিখতে পারা কথামালাও কত সুন্দর কবিতা হয়ে যায় আপনার লেখনীতে। ভাইটু, আপনি এগুলো সচলে দেন না কেন??

দাশু said...

কি সব ছাইপাশ লিখি, যখন বোনটি পড়ে মন্তব্য করিস, মনে হয় আরো লিখি। নিজেরে অপরাধী মনে হয় তখন না লিখবার কারণে।

মৃন্ময় আহমেদ said...

শব্দের বিমুখতা মাঝে মধ্যেই ভোরের আলো ফুটায়..

Anonymous said...

ভাইয়া ...অনেকদিন ধরে কোন লেখা নেই......একটু আধটু লেখেন ভাই...বাংলা লেখা ভুলে যাবেন তো কিছুদিন পরে...