Dec 10, 2006

কপিলা_রুপা গাঙ্গুলী

তারার পানে চাইয়া দেখ,

তোমার লাগি জ্বলতে আছে,

তোমার কাজে, তোমার মাঝে

তোমার পানে চাইয়া আছে


আইলাম আমি তোমার পথে,

গীত বাঁধিলাম তোমার নথে,

ফোঁস ফোঁসাইয়া রইছে চাইয়া

তারার নাকের বাঁক


গীতের মাঝে বুলায় তারা,

ঘর হারা, তুই সাকিন হারা

ছুটবি আজি তারার পানে,

জ্বালাবি সব সঙ্গোপনে


অনল বরণ তারার মাঝে ,

ডুব দিয়াছে যৈবন সাঁঝে;

চাঁদের আলো ম্লান করিল ,

তোমার সোনার গা


সব তারারা লুকাইল মুখ,

চাঁদের বুকে বাড়িল দুঃখ

সব সীমানা পার করিল

অনল রাঙ্গা সুখ


পদ্মা নদীর মাঝির সেই অসাধারণ ডায়ালগ মনে করুন(কপিলার মুখে )

ডরাইলা মাঝি

1 comment:

Addabaj said...

খুব ভালো লাগল । চালিয়ে যান। কবিতাকে ছুটি দেওয়ার দরকার নেই।