Dec 16, 2006

আঞ্চলিক গান

চট্টগ্রামের আঞ্চলিক গানের ঐতিহ্য অনেক পুরোনো।
অনেক গান ইতিমধ্যে হারিয়ে যেতে বসেছে। গানের ক্যাসেট
বাদে মানুষের জীবনে গান গুলো প্রায় হারিয়ে যেতে
বসেছে। আমার মায়ের মত দু একজন এখনো গুন গুন
করে আপন মনে গেয়ে যায়। বিয়ে, উৎসব , পালা-পার্বণে
চাঁটগাইয়া গানের অস্তিত্ত্ব আর নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
শাটল ট্রেনের ককপিটে ছেলে-মেয়েরা সম্ভবত এখনো
গায়।

সন্দীপনের [অরিজিনাল শেফালী ঘোষ] গাওয়া একটা গান
উঠিয়ে দিলাম,


যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি নতুন একখান মুখ পাইতাম
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।
এক দিন’র লাই ডাকি তারে
হাউশের পিরীত শিখাইতাম ।
আমি হাউশের পিরীত শিখাইতাম

নয়া মুখের নয়া কথা হুনিতে সুন্দর
মাঝে মাঝে পান চিবাইত
হাসির ও ভিতর ,
প্রেমের মালা দো’নো হাতে
তার গলাত পরাইতাম ।
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।

রসের কথা, রসের পিরীত
যদি ন জানে ,
দুইয়ান একখান কইতাম তারে
প্রেমের কারণে ।
নর-নারীর হাউশের পিরীত
কি মজা তারে বুঝাইতাম ,
আমি কি মজা তারে বুঝাইতাম।
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।

1 comment:

kaisarahmed said...

অনলাইন কেনা কাটা বাজারে freshfishbd নিয়ে আসলো ১০০% ফরমালিন মুক্ত মাছ। আপনার চাহিদা মত এবং পছন্দ মত মাছ পেতে এখনি ভিজিট করুন freshfishbd.