Dec 9, 2006

কতদিন বন্ধুদের দেখিনা

কতদিন আর্ট কলেজের সামনে বসে চা খাই না,

আজিজ মার্কেটের দই-চিড়া

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের বিশ্বকাবাব

রাজ্জাক এর বিরিয়ানী

স্টার এর চিকেন টিক্কা

গভীর রাতে চাঁনখারপুল সোহাগে কলিজা দিয়ে পরোটা

ভালা কইরা সালাদ মামা, লেবু ডইলা;

টি.এস.সি ভাপা পিঠা

রোকেয়া হলে সন্ধ্যায় আপু আপু তোয়াজ করে একটা কল দেওয়া ,

ফলিত পদার্থের সিড়িতে

মিলন ভাইয়ের ক্যান্টিনে হাজারো স্বপ্নের লালন

শাহবাগের মোড় থেকে টেনে -হিঁচড়ে বিপ্লব শহীদ মিনারে

নীলক্ষেতের নেশা জাগানো তেহারী

আর আমার দু-কূল ছাপিয়ে ফুঁসে ওঠা নদীর গল্প



নয়ই মে, ২০০৬

No comments: