Dec 10, 2006

এসো হুমায়ুন আজাদকে বারবার হত্যা করি

অনেক শব ব্যবচ্ছেদের পর একদিন কেপে ওঠে হাত

হাতের রেখাগুলো ছুটছে নদীর মত আঁকা বাঁকা

কোনো এক জংশনে,

বলেছিলে সব স্বপ্নের দেখা মিলবে

বোনের হাতের লোকমা, বাষ্পের মহিমায়

আমার লোভাতুর শব্দের জাল ভেদ করে চলে যায়

কোনো এক জংশনে

আমার কবিতার ঘায়ে রক্তাক্ত হুমায়ুন আজাদ

আর শব্দের ট্রেন ছুটছে আমার ধমনীতে

পাক সার পাক সার পাক সার,

স্বপ্নের দৃশ্য আর ডায়ালগ কপচে কপচে ছেড়ে যাই সব প্রান্তর , সব বন্দর

কোনো এক নক্ষত্রের আলো বলেছিলে আমায় পথ দেখাবে

মায়ের চিরচেনা সিঁথিতে তাই আজো খুজি নতুন পৃথিবী

তুমি বলেছিলে চাঁদপুরের কোন এক মোহনায় আমাদের মিলন হবে

গ্রাস করব আমরা সব অলৌকিক ইস্টিমার

তুমি বলেছিলে পথ দেখাবে নতুন পৃথিবীর। =======================================

'ই জুন, ২০০৬

রাত ১:০৭

কলাম্বিয়া

No comments: