Dec 10, 2006

সদ্য স্নাত প্রসারপেইনা

ছিয়ানব্বই এর এক র্নিমোহ সন্ধ্যায়

হাতে এক পাহাড় বই নিয়ে

বিদায় দিতে হাজির হয়েছি

বইয়ের আড়ালে আমি ,

ওর মা বলল '' বোসো , ওকে ডাকছি ''


আমি বসে বসে ভাবছি

একটা তেঁতুল পাতায় নয়জন

একটা গাছে কয়টা পাতা হলে

এই জনগণের ভার , গাছের কাঁধে দেওয়া যায়


ঝুপ করে নামল

লোডশেডিং , মোম হাতে ঘরে ঢুকল সে


সদ্য স্নাত নারী ,

একটা পানির ফোঁটা গড়িয়ে পড়ছে কনুই ধরে

খাড়া ঢাল বেয়ে ,

কি ভয়ংকর এই বুঝি পড়ল


কি অসাধারণ ভিসকোসিটি ছিল ফোঁটাটার

পড়ি পড়ি করেও , ঝুলে আছে ,

পড়ছি পড়ছি করে এখনও পড়েনি


নিমজ্জিত আমি সাঁতরানোর চেষ্টা ও করিনি ,

গা ছেড়ে দিয়েছি অতল গহীনের উদ্দেশ্যে

মোমের শিখাটাকে মুহু মুহু হুমকি দিচ্ছে ,

নিকষ কালো অন্ধকার

জড়িয়ে ধরে মারতে চায় ,

আমি আকণ্ঠ পান করে চলেছি অন্ধকার


'' এত বই নিয়ে কই যাস ? "

কি উত্তর দিয়েছিলাম আজ আর মনে নেই,


শুধু মনে আছে

হরচন্দ্র মুন্সেফ লেন থেকে

পাঁড় মাতালের মত ঢুলতে ঢুলতে

বের হয়ে বলেছি , '' যাবেন , ময়লার ডিপো ''

মিকেল এনজেলোর বাতিল সনেটের রেজিস্টারে

নিজের নাম সর্দপে , র্সোপদ করলাম


৩০ শে মে, ২০০৬

No comments: