Dec 10, 2006

পরমাণু কাব্য

সেই স্বপ্নের নেই ঠিকানা

দূর অজানার পথ পাড়ি

[মহীনের ঘোড়াগুলি]


ক.

এই স্বপ্নের নেই র্শ ত

নেই সর্ম্পকের পীড়াপিড়ি


খ.

সব কবিতার নেই মানে

আছে কল্পনার ছড়াছড়ি


গ.

যৌবন মানে যুদ্ধ

খালি জলপাই রংয়ে শান্তি


ঘ.

আজো বৃষ্টি হলে তোমার স্মৃতি ধুয়ে মুছে তুলে রাখি,

ঢেউ ভাঙ্গা উত্তাল জাহাজের কেবিনে


ঙ.

মৃ দু বিপ্লবীদের কবিতা আসে না,

আসে টুকরো কবিতা

ছিন্ন ছন্দ আর প্রেমিকার গালমন্দ


চ.

সকালে উঠিয়া আমি মনে মনে বলি

সারাদিন আমি যেন, আমি হয়ে চলি


ছ.

এখন যৌবন যার

প্রেমিকার নাম বালুকা বেলায়

লিখবার তার শ্রেষ্ঠ সময়

[স্বরহীন]

======================================

১৯শে জুন, ২০০৬

দুপুর ২:৩৪

কলাম্বিয়া

2 comments:

Boodhooram Ignoramus said...

h হযবরল কোথা গেলো? হাটি হাটি পা পা। ধন্যবাদ।

দাশু said...

ধন্যবাদ কমেন্টের জন্য। খেয়াল করিনি আগে। কিন্তু বুদ্ধুরামটি কে ?